পোশাক পরিচ্ছদ
শ্রেণি | গ্রীষ্মকালীন পোশাক | শীত কালীন পোশাক |
---|---|---|
নার্সারি-৫ম | সাদা হাফ শার্ট, নেভী ব্লু টিউনিক ফ্রক, হাফ প্যান্ট, সাদা কেডস ও সাদা মোজা। নেভি ব্লু বেল্ট সাদা ফিতা দিয়ে মাথায় দুটি ঝুটি বা কলা বেনী। | গ্রীষ্মকালীন পোশাকের সঙ্গে নেভি ব্লু সোয়েটার (ভি গলা বুক বন্ধ ও সাদা পাজামা বা টাইস।) |
৬ষ্ঠ-১০ম | নেভী ব্লু কামিজ, সাদা সালোয়ার, সাদা ওড়না ও নেভী ব্লু বেল্ট, সাদা ফিতা দিয়ে মাথায় চুলে দুইটি কলা বেনী। | গ্রীষ্মকালীন পোশাকের সঙ্গে নেভী ব্লু কার্ডিগান। |
নিয়ম শৃঙ্খলা
- ১. ক্লাস ঘন্টা দেওয়ার পর কোন ছাত্রীকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হয় না।
- ২. নির্দিষ্ট পোশাক ছাড়া স্কুলে প্রবেশ করতে দেওয়া হয় না।
- ৩. পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের জন্য বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়।
- ৪. আকস্মিক অসুস্থতা ছাড়া প্রতিষ্ঠানে আসার পর ছুটি দেওয়া হয় না।
- ৫. প্রতিষ্ঠানের সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
- ৬. শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হলে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা হয়।
- ৭. প্রতি মাসের ৫-২৫ তারিখ পর্যন্ত ছাত্রী বেতন/ফি সোনালি ব্যাংক বুয়েট শাখায় জমা দিতে হয়।
- ৮. প্রতিদিনের অনুপস্থিত ফি ১ম-৫ম শ্রেণি ১০/ টাকা এবং ৬ষ্ঠ-১২শ শ্রেণি ২০/ টাকা অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার পূর্বে গ্রহণ করা হয়।